আর নেই আলোচিত টেলিভিশন অনুষ্ঠান ‘বিগ বস-১০’ সিজনের বিতর্কিত প্রতিযোগী স্বামী ওম। ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের অঙ্কুর বিহারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে। দিল্লির নিগম বোধ ঘাটে আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে। এ খবর প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন স্বামী ওম তিন মাস আগে। শরীরিক দুর্বলতা ছিল এরপর করোনামুক্ত হলেও। ঠিকমতো হাঁটাচলা করতে পারতেন না। হঠাৎ তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়েন।
বিগ বস-১০ সিজনে অংশ নিয়ে আলোচিত হন স্বামী ওম। বিগ বসের সেটে প্রস্রাব বানি জে ও রোহন মেহরার শরীরে ছিটিয়ে দেন তিনি। হঠাৎ এমন কাণ্ডে নিন্দার ঝড় ওঠে। তখন কারণ ব্যাখ্যা করে স্বামী ওম বলেছিলেন, ঈশ্বরের দূত তিনি। এতে ওরা পবিত্র হবে। হাস্যকর এ ঘটনার পর সালমান খান বিগ বস থেকে তাকে বের করে দেন।
এরপর স্বামী ওম একাধিক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন। এসব সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বিগ বসের ঘরে থাকাকালীন অনেকে আমার খাবারে মাদক মেশানোর চেষ্টা করেছে। শুধু তাই নয়, সালমান খানকে আইএসআই-এর প্রতিনিধি বলেও আক্রমণ করেন স্বামী ওম।