তনুশ্রী দত্ত বলিউড অভিনেত্রী। এখন লাইট এক সময় রুপালি পর্দায় ঝড় তুললেও ক্যামেরা, অ্যাকশনের এই জগত থেকে দূরে রয়েছেন। তিনি কিছুদিন আগে অভিনয়ে ফেরার ঘোষণা দিলেও এখন ভিন্ন পেশায় যোগ দেওয়ার পরিকল্পনা করছেন।
তনুশ্রী দত্ত এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে বলেন, আমি ক্লান্ত বলিউডের এই দুর্নীতিগ্রস্ত সিস্টেমের সঙ্গে লড়াই করতে করতে। এখানে শুধু খারাপ মানুষদের দোষ ঢাকা হয় তা নয়, তারা সহযোগিতাও পান খুব জলদি। অন্যদিকে, জীবন সংগ্রাম করে চলেছি আমি। এখন লড়াই করার কোনো সময় নেই আমার। সকল অনুষ্ঠান বন্ধ করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে। তাই আমাকে আইটি (ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি) সেক্টরে চাকরির জন্য ট্রেনিং নিতে হচ্ছে। করোনামুক্ত স্থান ছেড়ে আমাকে কোভিড-১৯ আক্রান্ত লস অ্যাঞ্জেলেসে পাড়ি দিতে হয়েছে। ৯ থেকে ৫ পর্যন্ত চাকরি শুরু করব খুব তাড়াতাড়ি আইটি সেক্টরে। এর আগে ‘আশিক বানায়া আপনে’ এই অভিনেত্রী জানান সিনেমাখ্যাত, তিনি বলিউডে ফেরার প্রস্তুতি শুরু করেছেন। উঠেপড়ে লেগেছেন শারীরিক গড়ন ঠিক করতে। শারীরিক কসরত করছেন এজন্য। শুধু তাই নয়, নাচের ক্লাসে যাচ্ছেন, সাঁতার, যোগব্যায়াম এবং সাইক্লিং করছেন। এই অভিনেত্রী এছাড়া নিয়মিত মেডিটেশনও নাকি করছিলেন।
‘অ্যাপার্টমেন্ট’ সাবেক মিস ইন্ডিয়া তনুশ্রীর সর্বশেষ বলিউড সিনেমা। এটি মুক্তি পায় ২০১০ সালে। এরপর তিনি বেশ কিছুদিন আলোচনার বাইরে ছিলেন। তবে ২০১৮ সালে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে ফের আলোচনায় আসেন। তার এই অভিযোগের পরই বলিউডে ‘মি টু’ আন্দোলন জোরাল হয়। তাদের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরতে শুরু করেন অনেকেই বলিউডে। অভিযোগ করেন তনুশ্রী, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার একটি গানে নানা পাটেকর তার সঙ্গে খারাপ আচরণ করেছেন। তিনি এতে এতটাই অস্বস্তিবোধ করেছিলেন যে গানটি থেকে তাকে বেরিয়ে যেতে হয়। এ অভিযোগ অস্বীকার করেন নানা পাটেকর যদিও।