সিডনি টেস্ট জিততে হলে আরও ৩০৯ রান করতে হবে ভারতকে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৮ উইকেট হাতে আছে। বিশাল এই রানের পাহাড় টপকানো বেশ কঠিন, তার চেয়ে ক্রিজ আঁকড়ে পড়ে থেকে ম্যাচ বাঁচানোর চেষ্টা করা হতে পারে সহজ। আর এই ম্যাচ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা বাঁচাতে প্রয়োজন পড়লে ইঞ্জেকশন নিয়ে ব্যাট করতে নামবেন।
ইনিংসে ব্যাট করার সময় মিচেল স্টার্কের একটি বল জাদেজার বাঁ হাতের বুড়ো আঙুলে লাগে শনিবার তৃতীয় দিন প্রথম। আঙুলের হার সরে যাওয়ায় দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি এই স্পিনার। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়া জাদেজার অভাব তাই ভালোভাবে টের পেয়েছে পুরো দল। এমনকি পরের তিন টেস্টেও তাকে পাবে না ভারত। প্রথম দুটি ম্যাচ থেকে বাদ পড়েছেন জাদেজা অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনে শেষ টেস্টের সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের।
এই খবর জানতে পেরেছে বিসিসিআই সূত্রে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই, রবীন্দ্র জাদেজা ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি টেস্ট থেকে ছিটকে গেছেন। তার ঠিক হতে অন্তত চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। চার টেস্টের এই সিরিজ ৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। তবে দলে যে সময়টুকু আছেন, জাদেজা সেটা কাজে লাগাতে চান। সিডনি টেস্টের শেষ দিন নামতে পারেন সোমবার তিনি। ওই সূত্র বলেছেন সেই কথা, টেস্ট বাঁচাতে প্রয়োজন পড়লে তিনি ব্যথানাশক ইঞ্জেকশন নিয়ে ব্যাট করতে নামবেন।
কনুইয়ের চোট পাওয়া আরেক খেলোয়াড় ঋষভ পান্ত ব্যাট করতে নামবেন নিশ্চিত করেছেন সিনিয়র খেলোয়াড় রবিচন্দ্রন অশ্বিন। তার বদলে অজিদের দ্বিতীয় ইনিংসে উইকেটের পেছনে ছিলেন ঋদ্ধিমান সাহা। সিনিয়র দুই পেসার উমেশ যাদব ও মোহাম্মদ শামি চলতি সিরিজে এরই মধ্যে চোটের কারণে দেশে ফিরে গেছেন। ব্যাটসম্যান লোকেশ রাহুল মেলবোর্নে নেটে অনুশীলনের সময় বাঁ হাতের কব্জিতে চোট পেয়ে ছেড়েছেন অস্ট্রেলিয়া।