দুই ফাইনালিস্ট চেন্নাইয়ের চেপুকে এমএ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি গত আইপিএলের। প্রথম তিন ম্যাচের দুটি জিতেছে দুই দলই। মাঠের লড়াইয়ে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস শক্ত অবস্থানে থেকে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই মঙ্গলবার (২০ এপ্রিল)। গত আসরে ফাইনালসহ চারবার দিল্লির সামনে পড়েছিলেন রোহিত শর্মারা। তারা প্রত্যেকবারই জিতেছে। দিল্লি কেবল এই একটি দলের বিপক্ষে গতবার জয় পায়নি।
তাদের দলে একটি পরিবর্তন এনেছে মুম্বাই। অ্যাডাম মিলনের জায়গায় জয়ন্ত যাদব ঢুকেছেন। আর দিল্লির একাদশে মেরিওয়ালা ও ক্রিস ওকসের বদলে এসেছেন শিমরন হেটমায়ার ও অমিত মিশ্র। মুম্বাই: কুইন্টন ডি কক (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কিয়েরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, জয়ন্ত যাদব, রাহুল চাহার, যশপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট
দিল্লি: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্টিভেন স্মিথ, ঋষভ পান্ত (অধিনায়ক ও উইকেটকিপার), মার্কাস স্টয়নিস, শিমরন হেটমায়ার, ললিত যাদব, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, অমিত মিশ্র, আবেশ খান।