জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু এ অভিনেতার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নগরীর বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয় বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার (সার্জারি) ডা. ওয়াজেদ জামিল। ওয়াজেদ জামিল বলেন—আজিজুল হাকিম বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু ওনার অক্সিজেনের মাত্রা কমে ৮৬ শতাংশে নেমে এসেছে। যার কারণে ভর্তি করা হয়েছে হাসপাতালে। কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়া হয়েছে এখন। শ্বাসকষ্ট ছাড়া অন্য কোনো শারীরিক সমস্যা আপাতত নেই।
আজিজুল হাকিমের স্ত্রী নাট্যকার জিনাত হাকিম ও তাদের পুত্র মুহাইমিন রেদোয়ান হাকিম বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী। এর আগে তারা বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষা করান। মঙ্গলবার (১০ নভেম্বর) তাদের রিপোর্ট পজিটিভ আসে।
আজিজুল হাকিম ছাত্রজীবনে আরিয়ানাক থিয়েটারে যুক্ত হন। আরণ্যক নাট্যদলে যোগ দেন ১৯৭৭ সালে। তারপর তিনি অনেক দর্শকপ্রিয় মঞ্চ-টিভি নাটক ও চলচ্চিত্র উপহার দিয়েছেন। তিনি ১৯৯৩ সালে নাট্যকার জিনাত হাকিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসার আলো করে আসে কন্যা নাযাহ হাকিম ও পুত্র মুহাইমিন রেদোয়ান হাকিম।