অ্যাটলি দক্ষিণ ভারতের সফল চলচ্চিত্র নির্মাতা। তিনি নির্মাণ করেন ‘থেরি’ সিনেমা তামিল অভিনেতা থালাপাতি বিজয়কে নিয়। মুক্তি পায় এটি ২০১৬ সালের ১৪ এপ্রিল। তাদের এটি প্রথম কাজ। সম্প্রতি এ সিনেমা মুক্তির পাঁচ বছর পূর্ণ করেছে। এ সিনেমার দারুণ ভক্ত দক্ষিণের সংগীত পরিচালক থমান অন্যদের মতো। সোশ্যাল মিডিয়ায় পরিচালক অ্যাটলির একটি পোস্ট শেয়ার করে থমান লিখেছেন—‘আমার প্রিয় বিজয় ভাই। অপেক্ষা।’ এরপর থেকে গুঞ্জন উড়ছে, একসঙ্গে চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন বিজয়-অ্যাটলি-থমান। এখনো মুখ খুলেননি তাদের কেউ যদিও এ বিষয়ে।
বিজয়ের ‘থালাপাতি ৬৫’ সিনেমার সংগীত পরিচালনার কথা ছিল থমানের এর আগে। এ আর মুরুগাদোস সিনেমাটির কাজ ছেড়ে দেন কিন্তু পরিচালক। স্বাভাবিক কারণে কাজটি হাতছাড়া হয়ে যায় থমানের। কয়েকটি সুযোগ হাতছাড়া হওয়ার পর থমান প্রিয় অভিনেতা বিজয়ের সঙ্গে কাজ করার জন্য প্রথমবারের মতো আগ্রহ প্রকাশ করলেন।
বিজয়কে অ্যাটলি নির্মাণ করেন ‘মেরসাল’, ‘বিগিলি’ নামে আরো দুটি সিনেমা এর আগে। এ দুটি সিনেমাও বক্স অফিসে কাঁপিয়েছে মুক্তির পর। তাদের নিয়ে দর্শক আগ্রহ কম নয় স্বাভাবিক কারণে।