নিরাপত্তা বাহিনীর হাতে আটকে পড়া অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীরা মুক্তি পেয়েছেন মিয়ানমারের ইয়াঙ্গুনের একটি এলাকায়। দেশটির সেনাবাহিনী আটক করেছিল কয়েকশ বিক্ষোভকারীকে সোমবার (৮ মার্চ)।
বিবিসির খবরে বলা হয় বুধবার (৯ মার্চ), একজন বিক্ষোভকারী জানান, তাকে তার এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে দেশটির স্থানীয় সময় সকাল ৬টা ৩০মিনিটে। এছাড়া তার সঙ্গে থাকা আরও ৪০ জনকে যে তারা আটক করেছেন, ছেড়ে দেওয়া হয়েছে তাদের।
সোমবার প্রায় দুইশ জন বিক্ষোভকারীকে বাধা দেওয়া হয়েছিল ইয়াঙ্গুনের সানচুয়াং জেলার চার-রাস্তার এলাকা ছেড়ে শহরের অন্য কোথাও যেতে। এ ব্যাপারে জাতিসংঘের মহাসচিব আ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, আটক করা বিক্ষোভকারীদের অধিকাংশই নারী ছিলেন যারা আন্তর্জাতিক নারী দিবসের সর্মথনে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছেন। বিক্ষোভকারীদের ব্যাপারে সংযম হওয়ার আহ্বান জানিয়ে যাদের আটক করা হয়েছে জাতিসংঘ মিয়ানমারের জান্তা সরকারকে, তাদের মুক্ত দিতে বলা হয়েছে।