বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শনিবার (২৯ আগস্ট) থেকে চালু হচ্ছে পোস্ট কোভিড ফলোআপ ক্লিনিক।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া শনিবার সকাল ৯টায় বহির্বিভাগ-১ এ পোস্ট কোভিড ফলোআপ ক্লিনিক উদ্বোধন করবেন।
বিএসএমএমইউ সূত্রে জানা যায়, কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত রোগীরা হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাদের দীর্ঘ মেয়াদী ফলোআপের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পোস্ট কোভিড ফলোআপ ক্লিনিক চালু করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে ইন্টারনাল মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, নেফ্রোলজি, কার্ডিওলজি, নিউরোলজি, মনোরোগবিদ্যা বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগসমূহ প্রস্তুতি নিয়েছে।
এর আগে ৪ জুলাই বিএসএমএমইউ করোনা ইউনিট চালু করে। করোনা ইউনিটে এ পর্যন্ত প্রায় দুই হাজার রোগী সেবা নিয়েছেন।