মৃত্যুহার করোনায় বেড়েই চলছে। আরও ৭৮ জনের মত্যু হয়েছেগত ২৪ ঘণ্টায়। এ নিয়ে করোনায় দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৭৩৯ জন। শনিবার (১০ এপ্রিল) দেশে করোনায় সর্বোচ্চ ৭৭ জনের মৃত্যু হয়েছিলএর আগে। ৫ হাজার ৮১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এছাড়া গত ২৪ ঘণ্টায়। দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৭৬৫ জনএ নিয়ে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়রোববার (১১ এপ্রিল) বিকেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ২১২ জন এদিনে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৭৬ হাজার ৫৯০ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৯ হাজার ৩৭৬ জনের। রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৮১ শতাংশনমুনা পরীক্ষা বিবেচনায়।
চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে। বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯এখন পর্যন্ত। বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। সংক্রমণ বাড়তে শুরু করে গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে।