প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন নেইমার চোটের কারণে। কাঁর বিপক্ষে প্যারিস সেন্ত জার্মেইর সর্বশেষ ম্যাচে চোট পান বাঁ পায়ের ঊরুতে ফরাসি কাপে। তাতে প্রায় চার বছর পর প্রথমবার ন্যু ক্যাম্পে ফেরার আশা ভেস্তে গেছে ব্রাজিলিয়ান সুপারস্টারের। চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হবে বার্সেলোনা ও পিএসজি আগামীকাল মঙ্গলবার। নেইমারের চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বার্সা কোচ রোনাল্ড কোমান এই ম্যাচের আগে।
গুরুতর চোট পাওয়ার ঘটনা নতুন নয় প্রতিপক্ষের খেলোয়াড়দের নির্দয় ফাউলের কারণে। ম্যাচ অফিসিয়ালদের কাছে আরও বেশি সুরক্ষার দাবি জানিয়েছেন ফুটবলাররা এ কারণে। তাতে সমর্থন দিচ্ছেন কোমানও, আপনাকে এই ধরনের খেলোয়াড়দের সুরক্ষা দিতেই হবে। নেইমার, মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো খেলোয়াড়দের। কারণটা ব্যাখ্যা করলেন বার্সার ডাচ কোচ, ওই খেলোয়াড় যাদের খেলা আমরা উপভোগ করি কারণ তারা। রেফারিদের উচিত তাদের সুরক্ষা দেওয়া, যদিও এই খেলায় গায়ে গায়ে লাগালাগি হয়েই থাকে।
এদিকে বার্সা পিএসজি ম্যাচের আগে সুখবর পেয়েছে। জেরার্দ পিকে দলে ফিরতে পারেন। তার স্বতঃস্ফূর্ত অনুশীলন বলছে সেই কথা সোমবার। স্প্যানিশ ডিফেন্ডারকে নিয়ে কোমান বললেন, সে ঠিক আছে। চার-পাঁচ দিন ধরে সে দলের সঙ্গে। ভালো অনুভূতি তার। আমার হাতে আরও একদিন সময় আছে আর সিদ্ধান্ত (দলে থাকবেন কি না) নেওয়ার জন্য।