ইউনুছ বেপারীর (৭০) মর্মান্তিক মৃত্যু হয়েছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে। ছেলে শামীম রেজাকে (৩৭) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায়। রাজধানীর বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বাবার লাশ ময়নাতদন্তের জন্য। উত্তরা আর বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে গুরুতর অসুস্থ ছেলেকে।
জানা গেছে, ইউনুস বেপারী ছেলেকে নিয়ে বাজার করেন বিকেলে কাওরান বাজার থেকে। পরে আব্দুল্লাহপুরের বাসার উদ্দেশ্য তারা মোটরসাইকেলে রওনা করেন। সাইকেল চালাচ্ছিলেন ছেলে শামীম। সোমবার সন্ধ্যার পর পর মোটরসাইকেলটি কাওলা এলাকায় পৌঁছালে তা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে বাবা ইউনুস বেপারী ও শামীম পড়ে গিয়ে মাথা, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইউনুসকে মৃত ঘোষণা করেন স্থানীয় লোকজন তাদের দুজনকে উদ্ধার করে।