বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস শহরে। বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনা ঘটে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ১১টার দিকে। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, নিহত লোকজনের মধ্যে বন্দুকধারীও আছেন শুক্রবার (১৬ এপ্রিল)। তিনি নিজের গুলিতেই মারা যান।
বিবিসি জানায়, বন্দুকের গুলির শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা ইন্ডিয়ানাপোলিস শহরে অবস্থিত কার্গো সেবাদাতা প্রতিষ্ঠান ফেডএক্স কার্যালয়ে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে গুলিবর্ষণ করতে দেখেছেন তিনি। পুলিশের মুখপাত্র জিনে কুক বলেন, বহুজাতিক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফেডেস্কের কার্যালয়ে এ ঘটনা ঘটে ইন্ডিয়ানাপোলিসের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে। সেখান থেকে হতাহত লোকজনকে উদ্ধার করা হয়েছে।