শুক্রবার (৪ জুন) বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে জামালপুরের চার উপজেলায়।
হরবাদশা (৫০), আব্দুল খালেকের স্ত্রী আকিজা (২৮), উত্তর মাইছেনির চর গ্রামের খলিল (৬০); মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া গ্রামের তাজুল ইসলাম (৪০); দেওয়ানগঞ্জে উপজেলার গামারিয়া গ্রামের আনা মিয়া (১৫) এবং সরিষাবাড়ী উপজেলার বারইপটল গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী আঙ্গুরী বেগম (৪০) বজ্রপাতে মারা গেছে বিকেলে বকশীগঞ্জ উপজেলায়।
নিশ্চিত করেছেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা মৃত্যুর সত্যতা।