আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই বোনের মৃত্যু হয়েছে দিনাজপুরের হাকিমপুর উপজেলায়। উপজেলার লোহাচড়া গ্রামে তাদের মৃত্যু হয় সোমবার (৭ জুন) বিকেলে। হিলি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক (আরএমও) ডা. গাদ্দাফি বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত শিশু দুটি ওই গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে আশরাফা খাতুন (১০) ও মহাসিনা খাতুন (১২)।
সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেন জানান, দুই বোন বাড়ির পাশে আম কুড়াতে যায় বিকেলে ঝড় ও বৃষ্টিতে। তখন তাদের ওপর বজ্রপাত হয়। কর্বত্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে।
হিলি হাসপাতালের চিকিৎসক আরএমও ডা. গাদ্দাফি বলেন, হাসপাতালে আনা হয়েছিল বিকেলে বজ্রপাতের কবলে পড়া দুটি শিশুকে। তাদের মৃত্যু হয় হাসপাতালে আনার আগে।