ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অনলাইন আবেদন প্রক্রিয়া বর্তমানে বন্ধ রয়েছে কারিগরি জটিলতায়। পুনরায় ভর্তি আবেদন কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে রোববার (১৪ মার্চ) রাত ৮টায়।
বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে এক নোটিশে বলা হয়েছে, এখন পর্যন্ত মোট ১ লাখ ৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে শনিবার (১৩ মার্চ)। বর্তমান সিস্টেমে প্রচণ্ড চাপের কারণে আবেদনকারী শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আরও দুইটি সার্ভার স্থাপনের কাজ রোববার রাত ৮টা পর্যন্ত চলবে দুর্ভোগ কমানোর উদ্দেশ্যে। ভর্তির আবেদন গ্রহণ স্থগিত থাকবে এ সময়। পরবর্তী সময়ে ভর্তি আবেদনের ও টাকা জমা দেওয়ার শেষ তারিখ সমন্বয় করা হবে।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান অনলাইনে ভর্তি আবেদন কার্যক্রম উদ্বোধন করেন গত ৮ মার্চ বিকেলে ৫টায়। তবে উদ্বোধনের পর থেকে আবেদন করতে গিয়ে যান্ত্রিক গোলযোগের সম্মুখীন হচ্ছিলেন ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা। অভিযোগের পর ওইদিন স্বল্প সময়ের জন্য বন্ধ থাকার পর পরদিন ৯ মার্চ ওয়েবসাইটটি আবারও খুলে দেওয়া হয় আবেদনের জন্য।
কিন্তু ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) ভিজিট করলে দেখা যায়, তখনও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আবেদনকারীদের। কোনও একটি নির্দেশনায় ক্লিক করলে লোড হতে সময় নিচ্ছিলো অনেক বেশি। কখনও কখনও ওয়েবসাইটে প্রবেশ না করেই টাইম আউট দেখাচ্ছিল। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর সোয়া ১২টায় অনলাইন কার্যক্রম কমিটির সভায় সিদ্ধান্ত নিয়ে পৌনে একটা থেকে রোববার (১৪ মার্চ) পর্যন্ত সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয় ওয়েবসাইটটি সমস্যাটি ক্রমশ বাড়তে থাকায়।
অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, বন্ধ করে দেওয়া হয় ওয়েবসাইটটি বৃহস্পতিবার পৌনে একটার দিকে। রোববার রাত আটটার দিকে আবারও ওয়েবসাইটটি খুলে দেওয়া হবে আবেদনের জন্য যান্ত্রিক গোলযোগের সমাধান করে। তিনি পবলেন, প্রক্রিয়ার শুরুর প্রথমদিনে দ্বিগুণের চেয়ে বেশি আবেদন পড়েছে এবার আবেদন। মোট ১ লাখ ৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে প্রথম ৪৮ ঘণ্টায় পাঁচ ইউনিটে। এত পরিমাণ আবেদন কখনো পড়েনি এর আগে। ফলে ওয়েবসাইটের বেশ চাপ পড়েছে। মূলত এ অবস্থা তৈরি হয়েছে এ কারণেই।