এবার হয়নি এইচএসসি ও সমমানের পরীক্ষা করোনা পরিস্থিতির কারণে। তাই সরকার শিক্ষার্থীদের স্বার্থে ‘অটো পাস’-এর সিদ্ধান্ত নিয়েছে। ‘অটো পাস’-এর ফল প্রকাশের কথা থাকলেও অধ্যাদেশ জারি হতে দেরি হওয়ায় তা পিছিয়ে যায় গত ডিসেম্বরে। তবে শিক্ষা বোর্ডগুলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রস্তুত করেছে। এখন শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় আছে বোর্ড।
আগামী বৃহস্পতিবার (৭ জানুয়ারি) মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে বোর্ডগুলো এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করতে পারে বলে জানা গেছে। এ সংক্রান্ত অধ্যাদেশ জারির পর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।
সোমবার (৪ জানুয়ারি) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ মুঠোফোনে বলেন, ফল প্রস্তুত করে রেখেছি আমরা। এখন আর তেমন কোনো জটিলতা নেই। এখন মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় আছি। নির্দেশনা পেলেই ফল প্রকাশ করা হবে। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে গত ২৯ ডিসেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশ করতে গেলে আইনি প্রক্রিয়া হিসেবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হবে। অধ্যাদেশ জারির পর ফল প্রকাশ করা হবে।