প্রিয়াঙ্কা চোপড়া অভিনেত্রী ও নিক জোনাস মার্কিন গায়ক। জনপ্রিয় এই জুটি ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের মনোনয়ন ঘোষণা করবেন। মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা বৃহস্পতিবার (১১ মার্চ)। এই তথ্য জানিয়েছেন তিনি সেখানেই। ভিডিওতে তার সঙ্গে নিক জোনাসকেও দেখা গেছে। ভিডিওর ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, হেয় অ্যাকাডেমি, আমি একা অস্কার মনোনয়ন ঘোষণা করতে পারি কি? মজা করলাম, তোমাকে ভালোবাসি নিক জোনাস! প্যাসিফিক টাইম সকাল ৫টা ১৯ মিনিটে আমরা অস্কার মনোনয়ন ঘোষণা করব, খুবই উচ্ছ্বসিত আগামী সোমবার (১৫ মার্চ)। এটি সরাসরি দেখতে পাবেন অ্যাকাডেমির টুইটার অ্যাকাউন্টে।
আসর অস্কার বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক। এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে করোনা মহামারির কারণে এবার তা পেছানো হয়েছে প্রতি বছর ফেব্রুয়ারিতে। ডলবি থিয়েটারসহ একাধিক স্থান থেকে এটি সরাসরি প্রচার হবে আগামী ২৫ এপ্রিল।
প্রিয়াঙ্কা বলিউডের পর হলিউডেও অভিনয় ক্যারিয়ারে ভালো সময় পার করছেন। কোয়ান্টিকো টিভি সিরিজের মাধ্যমে পশ্চিমা শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। এরপর বিভিন্ন অ্যাওয়ার্ড ও টিভি অনুষ্ঠানে দেখা যায় তাকে। এখন নিয়মিত অভিনয় করছেন এই অভিনেত্রী হলিউড সিনেমাতেও। মেট গালায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস ২০১৭ সালে। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে ও পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি ২০১৮ সালের ১ ডিসেম্বর। বেশ ভালো সময় পার করছেন তারা দাম্পত্য জীবনে।