প্রবীর মিত্র বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা। এখন আর তাকে চলচ্চিত্রের পর্দায় দেখা যায় না একসময় চলচ্চিত্রাঙ্গন দাপিয়ে বেড়ালেও। অভিনয়ের বাইরে আছেন দীর্ঘদিন ধরেই। অসুখে-বিসুখে জর্জরিত এই বরেণ্য অভিনেতা। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নেই।
প্রবীর মিত্রর পুত্রবধূ সোনিয়া ইয়াসমিন বলেন, বাবা হাঁটুর ব্যথা ও কানের সম্যস্যায় ভুগছেন। এছাড়া বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতা তো রয়েছেই। বাবা খুব একটা হাঁটাচলা করেন না হাঁটুতে প্রচণ্ড ব্যথা থাকায়। কারণ লাঠি ছাড়া হাঁটতে কষ্ট হয়।
প্রবীর মিত্র স্কুলে পড়াকালীন প্রথম নাটকে অভিনয় করেন। তিনি থিয়েটারের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘চাবুক’, ‘সীমার’, ‘তীর ভাঙা ঢেউ’, ‘শেয়ানা’ প্রভৃতি।