অনেক দিন থেকেই বিতর্ক চলছে ভারতের কৃষি বিল নিয়ে। দেশটির কৃষকরা বিক্ষোভও করছেন এ নিয়ে। অনেকেই বিষয়টি নিয়ে চুপ রয়েছেন এদিকে কৃষকদের এই আন্দোলনের পক্ষে কয়েকজন তারকা কথা বললেও। অভিনেতা অজয় দেবগনের গাড়ি ঠেকিয়ে এই আন্দোলন নিয়ে তার চুপ থাকার প্রতিবাদ করেছেন এক ব্যক্তি মঙ্গলবার (২ মার্চ)। অজয় মুম্বাইয়ের ফিল্ম সিটিতে শুটিংয়ে যাচ্ছিলেন। সেই সময় তার গাড়ি আটকান রাজদীপ সিং নামের এক ব্যক্তি। অজয়কে ‘পাঞ্জাবের শত্রু’ বলে সম্বোধন করেন তিনি।
এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যায়, অজয়কে উদ্দেশ্য করে রাজদীপ বলেন, ‘এই ব্যক্তি পাঞ্জাবের বিরুদ্ধে। পাঞ্জাব তাকে খাবার দিয়েছে। তিনি কীভাবে তা হজম করছেন? তিনি কীভাবে পাঞ্জাবের বিরোধীতা করছেন? লজ্জা হওয়া উচিত আপনার। আপনি সিনেমায় অত্যন্ত গর্বের সঙ্গে পাগড়ি পরেন। আপনার লজ্জা হয় না কেন? আপনি আমার ওপর গাড়ি চালিয়ে দিতে চান? গাড়ি থামিয়ে আমার সঙ্গে কথা বলছেন না কেন?
জানা গেছে, রাজদীপ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ পরবর্তী সময়ে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৫০৪, ৫০৬ ধারায় মামলা দায়ের হয়েছে। বর্তমানে অজয় সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এতে কেন্দ্রীয় চরিত্রে আরো আছেন আলিয়া ভাট। এছাড়া এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’ ও নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ‘মে ডে’ সিনেমায় দেখা যাবে অজয়কে। এই অভিনেতার ‘ভূজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া মুক্তির অপেক্ষায়।