পূর্ণিমা ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা। তাকে খুব একটা দেখা যায় না চলচ্চিত্রের পর্দায়। তবে তার হাতে দুটি সিনেমার কাজ রয়েছে বর্তমানে। এবার পূর্ণিমা আন্তর্জাতিক মানের দেশীয় ব্র্যান্ড রিবানার শুভেচ্ছাদূত হলেন। সম্প্রতি হোটেল লা মেরিডিয়ানে চুক্তিস্বাক্ষর করেন এই তারকা। এই প্রতিষ্ঠানের পণ্যের প্রচার-প্রসারে কাজ করবেন তিনি।
পূর্ণিমা বলেন, ভাবতে ভালো লাগছে দেশীয় ব্র্যান্ড বিউটি মার্কেটে এগিয়ে যাচ্ছে। ভালো লাগছে রিবানার সঙ্গে যুক্ত হতে পেরে। ‘গাঙচিল’ সিনেমা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত এ সিনেমায় পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন নায়ক ফেরদৌস। এছাড়া একই নির্মাতার ‘জ্যাম’ সিনেমায় অভিনয় করেছেন পূর্ণিমা। এতে তিনি ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন।