অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনমালিক ও কেমিক্যাল গোডাউনে মালিকদের আসামি করে মামলা করেছে পুলিশ আরমানিটোলায় ভবনে। বিস্ফোরক আইনে মামলাটি করা হয় শুক্রবার (২৩ এপ্রিল) রাতে। রাতে বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন ফকির বলেন, মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় এখন তদন্ত করা হবে অবহেলাজনিত মৃত্যু ও অবৈধভাবে রাসায়নিক গুদাম রাখার দায়ে। তদন্তে আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’
থানা পুলিশ জানায়, অপেক্ষায় ছিল নিহত কিংবা ভুক্তভোগীর পরিবারের কেউ মামলা করবে তারা। তবে তারা কেউ মামলা না করায় পুলিশ ভবনের মালিক মোস্তাক আহমেদ ও একাধিক কেমিক্যাল গোডাউনে মালিককে আসামি করে পুলিশ বাদি হয়ে মামলা করেছে।
সেহরির কিছু সময় আগে আরমানিটোলার ৬ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে প্রসঙ্গত বৃহস্পতিবার (২২ এপ্রিল)। কিন্তু ততক্ষণে ভবনের নিচতলার একাধিক গোডাউনে রাখা রাসায়নিক কেমিক্যাল পুড়ে আগুন ভয়াবহ রূপ ধারণ করে। উপরের বাসিন্দারা ধোঁয়ায় আটকা পড়েন। পরে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরু হয় উদ্ধার অভিযান আগুন নিয়ন্ত্রণে আসলে। ৪ বাসিন্দার মৃত্যু হয়। এখনো চিকিৎসাধীন আছেন দগ্ধ ২১ জন হাসপাতলে।