সবুজ অরণ্য রাজধানীর পাঁচতারা হোটেল ইন্টার কন্টিনেন্টালের বলরুম ও আশেপাশের সবটুকু জায়গাজুড়ে।প্রাণহীন একটি ময়ূরের দেখা মিলে বলরুমের প্রবেশ মুখে। ময়ূরের পালক দিয়ে সাজানো ভেতরেও। আর আধো আলো তাতে খেলা করছে।
রাত ১০টা শনিবার (২৪ অক্টোবর)। ময়ূরের আগমন হুট করেই! তখন বলরুমের গেটে সবার চোখ। চিত্রনায়িকা পরীমনি হোটেলের উপর থেকে ময়ূর বেশে নেমে আসেন! সবার চোখ ছানাবড়া সে দৃশ্য দেখে।ময়ূর বেশে জ্যোতি ছড়ান পরীমনি নিজের জন্মদিনের অনুষ্ঠানে।
এবারো জন্মদিনকে ঘিরে এই ব্যতিক্রমী আয়োজন করেন পরীমনি বরাবরের মতো।এই নায়িকা গতবার প্রজাপতি বেশে হাজির হয়েছিলেন। এবারো ছিল ড্রেস কোড অন্যান্য বারের মতো। এবার সবুজ রং বেছে নেন তিনি প্রকৃতিকে ভালোবেসে।সবুজ পোশাকে হাজির হয়েছিলেন আমন্ত্রিত অতিথিরাও। জন্মদিনের অনুষ্ঠান শনিবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলে। কেক কাটেন পরীমনি মিডিয়ার ঘনিষ্ঠ বন্ধু, সহকর্মী ও পরিবারের সদস্যদের নিয়ে। এ সময় উপস্থিত ছিলেন পরীমনির নানাও।