পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের উপহার দেওয়া করোনা ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিনন্দন জানান বৃহস্পতিবার (২১ জানুয়ারি)।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রায় ২০ লাখ ভ্যাকসিন হস্তান্তর করা হয় দুপুরে।
পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, অভিনন্দন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে। তার শপথ নেওয়ার মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে। আগেই তাকে অভিন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা তাকে আবারও অভিনন্দন জানাই। তিনি বলেন, প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে এসেছেন বাইডেন। আমাদের জন্য সুখবর এটা।