কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করার জন্য। এ আদেশ দিয়েছেন পুলিশ অর্ডিন্যান্স (৭৬) এর ২৮ ধারার ক্ষমতা বলে পুলিশ কমিশনার মো. শহিদুল ইসলাম।
ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার (২৯ মার্চ) সকালে, শবেবরাত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে ২৯ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ৩০ মার্চ ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা ও অন্যান্য ক্ষতিকর দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করা হলো। তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে এই আদেশ যথাযথভাবে পালন করা না হলে।