পেস অলরাউন্ডার জেমস নিশামকে ছুরি কাঁচির নিচে যেতে হচ্ছে নিউ জিল্যান্ডের। কনিষ্ঠা স্থানচ্যুত হয়েছে তার বাঁহাতের। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েলিংটন টুইটারে।
তার আঙুলে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে চলতি সপ্তাহে। তবে তাকে মাঠের বাইরে থাকা লাগবে না খুব বেশিদিন। চলমান সুপারস্ম্যাশ টুর্নামেন্টের শেষভাগে তাকে মাঠে দেখা যাবে। পয়েন্ট টেবিলের শীর্ষে যেখানে তার দল রয়েছে। নিশাম টুর্নামেন্টে ৬ ম্যাচে ৫টিতে খেলেছেন। ব্যাটিংয়ে ৬৫ রান ও বোলিংয়ে ১৬.২৫ গড়ে ৮ উইকেট পেয়েছেন। নিশাম আঙুলের চোট নিয়ে দীর্ঘদিন ভুগছিলেন। আইপিএল খেলার সময় তার আঙুলে চোট ছিল। তিনি কিংস ইলাভেন পাঞ্জাবের হয়ে পাঁচ ম্যাচে মাত্র ১৯ রান ও ২ উইকেট পেয়েছিলেন।
তবে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে জ্বলে উঠেন ঘরের মাঠে। ইডেন পার্কে প্রথম টি-টোয়েন্টিতে ২৪ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। সুপারস্ম্যাশ টুর্নামেন্টে কানটেনবুরির বিপক্ষে মাঠে নেমেছিলেন কিউই ক্রিকেটার শনিবার। তার ৪৯ রানের ইনিংসে ৭ উইকেটে ১৫৪ রান তোলে ওয়েলিংটন। তিনি ইনজুরির কারণে বোলিং শেষ করতে পারেননি। ৩.৪ ওভারে ৩০ রান দেন এবং তার দল টুর্নামেন্টে প্রথম হারের স্বাদ পায়।