মডেল-অভিনেতা নিলয় আলমগীর বিয়ে করলেন। তাসনুভা তাবাসসুম তার স্ত্রীর নাম। দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের কয়েকজন বন্ধুর উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এক মাস আগে। নিলয় আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। তাসনুভা তাবাসসুম ঢাকার হোম ইকোনমিকস কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী নিলয়ের স্ত্রী। এ অভিনেতা বলেন—পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে গত ৭ জুলাই। তাও বিয়ের এক মাস পেরিয়ে গেছে।
ব্যাখ্যা করে নিলয় আলমগীর বলে বিয়ের খবর এতদিন গোপন রাখার কারণ, কঠোর বিধিনিষেধ চলছিল করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায়। বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছি, তাই কাউকে জানাইনি এসবের মধ্যে। আমরা সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে বিয়ের অনুষ্ঠান করেছি। অভিনেতা শ্যামল মাওলা, মাহা শিকদার, সালহা খানম নাদিয়া প্রমুখ নিলয়ের বিয়েতে উপস্থিত ছিলেন।
সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান নিলয় ও মডেল-অভিনেত্রী আনিকা কবীর শখ ২০১২ সালে। পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি ২০১৬ সালের ৭ জানুয়ারি। এ সংসার ভাঙনের গুঞ্জন চাউর হয় ২০১৭ সালে। নিলয়ের এটি দ্বিতীয় সংসার তাসনুভা তাবাসসুমের সঙ্গে।