করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চলচ্চিত্র নির্মাতা মিজানুর রহমান লাভু।করোনা পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসে জানান এই নির্মাতা বুধবার (১৮ নভেম্বর)। মিজানুর রহমান লাভু বলেন, ‘জ্বর আর তীব্র কাশি গত সাত দিন।পাগলের মতো ছুটাছুটি করেছে আমার পরিবার ডাক্তার এবং নানাবিধ টেস্টর মধ্যে আমাকে নিয়ে। কিন্তু কিছু হয় না কিছুতেই।আলাদা আলাদা জায়গায় দু‘বার এর মধ্যে করোনা টেস্ট করিয়েছি। যেখানে দ্বিতীয়বার করালাম, রাতেই জানিয়ে দিলো তারা, নেগেটিভ। কিন্তু আমার তীব্র কাশি কমে না আমি স্বস্তি পাই না। ডাক্তারের শরণাপন্ন হলাম আবার। তিনি যাবতীয় রিপোর্ট দেখে এবং সব শুনে বললেন, অবশ্যই করোনা পজিটিভ এটা।’
তিনি আরো বলেন, ‘প্রথম টেস্টের রিপোর্ট এসেছে পজিটিভ আজ সকালে।হোম কোয়ারেন্টাইনে আছি আমি এখন। সবাই দোয়া করবেন আমার এবং আমার পরিবারের জন্য।’ সম্প্রতি মিজানুর রহমান লাভুর নাম লেখান ‘যমজ ভূতের গল্প’ শিরোনামের সিনেমায়। সিনেমার কাজ শুরু করতে পারেননি করোনার আক্রান্ত হওয়ার কারণে। নবাগত মঈন খান এতে আঁচলের বিপরীতে অভিনয় করছেন। নির্মাতা নিজেই এর গল্প ও চিত্রনাট্য তৈরি করেছেন।শুটিং শুরু হওয়ার কথা ছিল রুশদা ফিল্মস’র ব্যানারে চলতি মাসে।