ঘরের মাঠে এখনো ওয়ানডে সিরিজ শেষ হয়নি বাংলাদেশের বিপক্ষে। দলের প্রথম সারির ৬ ক্রিকেটারকে ছুটি দিয়ে ১৩ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট এর মধ্যেই। ৬ ক্রিকেটারকে ছুটি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড ৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য। অধিনায়ক কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, জেমস নিশাম ও টিম সেইফার্ট ছুটি পাওয়া ছয় ক্রিকেটার হলেন। ২ নতুন মুখ ফিন অ্যালেন ও উইল ইয়ং ১৩ সদস্যের দলে আছেন।
ওয়ানডেতে নেতৃত্ব দিতে পারছেন না উলিয়ামসন ইনজুরির কারণে। ২৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া ট-টোয়েন্টি সিরিজেও থাকছেন না এবার আইপিএলের কারণে। তার অনুপস্থিতিতে ওয়ানডেতে নেতৃত্ব দিচ্ছেন টম ল্যাথাম। টিম সাউদি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন।
নিউজিল্যান্ড দল: টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, ফিন অ্যালেন, টড অ্যাস্টল, হ্যামিশ বেনেট, মার্ক চ্যাপম্যান, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি ও উইল ইয়ং।