৭০ কেজি জাটকা ও ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন নাটোর সদর উপজেলার তেবাড়িয়া হাট থেকে ভ্রাম্যমাণ আদালত। মো. রুস্তম আলী (৪০) নামে এক মাছ ব্যবসায়ীকে জাটকা বিক্রি করার দায়ে একই সঙ্গে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
নাটোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন রোববার (২৫ অক্টোবর) দুপুরে তেবাড়িয়া হাটে অভিযান পরিচালনা করেন। একই উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত বজু মিয়ার ছেলে অর্থদণ্ডপ্রাপ্ত রুস্তম।
বাংলানিউজকে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন, দুপুরে তেবাড়িয়া হাটে অভিযান চালানো হয় প্রজনন মৌসুমে ইলিশের বিপণন, পরিবহন, বেচা-কেনা ও মজুদ বন্ধে। এ সময় প্রায় ৭০ কেজি জাটকা ও ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়া মাছ ব্যবসায়ী রুস্তমকে পাঁচ হাজার টাকা জরিমারা করা হয় জাটকা বিক্রি করার অপরাধে।
জাটকাগুলো সরকারি শিশু সদনে বিতরণ করা হয়েছে ও জব্দ জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। নাটোর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী অভিযানকালে সহায়তা করেন।