মোটরসাইকেল আরোহী মা-ছেলের মৃত্যু হয়েছে নরসিংদীতে ট্রাকের চাপায়। ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার বড়ইতলায় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায়। (বাবা) মিজানুর রহমান এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।
নিহতরা হলেন—মিজানুর রহমানের স্ত্রী নাজমা আক্তার (৪০) ও তার ছেলে সিয়াম হোসেন (০৩) ঝিনাইদহের কুলবাড়িয়া এলাকার।
ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, পেশায় বিআরটিসির বাস চালক ঝিনাইদহের বাসিন্দা মিজানুর রহমান তার শ্বশুরবাড়ি লক্ষীপুরের রামগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে কিশোরগঞ্জের ভৈরবে কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলো তার। এ সময় মহাসড়কের বড়ইতলা তাদেরকে চাপা দেয় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি ট্রাক আরেকটি গাড়ীকে ওভারটেক করে যাওয়ার সময়। এতে নাজমা আক্তার ও তাদের ছেলে সিয়ামের মৃত্যু হয় ঘটনাস্থলেই।
নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে। পুলিশ আটক করেছে অভিযুক্ত ট্রাকের চালক ও হেলপারকে ট্রাকসহ।