স্কুলছাত্রীকে ধর্ষণের পর মৃত্যুর ঘটনায় ফরেনসিক রিপোর্টে যোনি ও পায়ুপথে আঘাতের চিহ্ন পাওয়া গেছে রাজধানীর কলাবাগানে। ওই ছাত্রীর মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই। ময়নাতদন্তের পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের এসব তথ্য জানান শুক্রবার (৮ জানুয়ারি)।
আরো জানান তিনি, শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি যোনি ও পায়ুপথ ছাড়া। ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর আগে চেতনানাশক কিছু খাওয়ানো হয়েছে কি না, তার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে ক্যামিক্যাল পরীক্ষায় পাঠানো হয়েছে। এসব রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। সপ্তাহ দুয়েক অপেক্ষা করতে হবে রিপোর্টের জন্য।
বয়স নির্ধারণের জন্য মরদেহের প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয় এর আগে। পরে স্বজনরা মরদেহ নিয়ে যায় বলে জানান চিকিৎসক সোহেল রানা। এ ঘটনায় দায়ের করা মামলায় একমাত্র আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।