একই প্রতিষ্ঠানকে বিভিন্ন অঞ্চলে কাজ দেয়ার বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প নির্দিষ্ট সময়ে বাস্তবায়নে। মেট্রো রেলের কার্যক্রম শেষের পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে। সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এ পরামর্শ দেওয়া হয় বুধবার (১০ ফেব্রুয়ারি)। কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ বৈঠকে সভাপতিত্ব করেন।
সংশ্লিষ্ট সবার সহায়তায় প্রয়োজনীয় ক্ষেত্রে কমিটি গঠন করে দুই মাসের মধ্যে কমিটির কাছে প্রতিবেদন দাখিলের সুপারিশ করা হয় বৈঠকে মেরিন একাডেমির চারটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিভিন্ন স্থলবন্দরের কার্যক্রম গতিশীল করতে জমি অধিগ্রহণের প্রক্রিয়াসহ অন্যান্য কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। যেহেতু পদ্মা সেতু চালু হলে কাজের পরিধি বাড়বে তাই মোংলা বন্দরের কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রাখতে হবে। আরো গতিশীল করার সুপারিশ করা হয় পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া।
এছাড়াও মেয়াদ ও আয়-ব্যয়ের হিসাব সম্পর্কিত প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশনা দেয়া হয় বিআইডব্লিউটিএ নির্মিত জাহাজের। বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এ বি তাজুল ইসলাম, ফজলে হোসেন বাদশা, আহসান আদেলুর রহমান ও খাদিজাতুল আনোয়ার।