জয়ের হাসি হাসতে পারেননি দিল্লি ক্যাপিটালস ওপেনার শিখর ধাওয়ান আইপিএলে টানা রেকর্ড সেঞ্চুরি করেও। এক ওভার বাকি থাকতে জিতেছে ৫ উইকেটে নিকোলাস পুরান ও গ্লেন ম্যাক্সওয়েল ঝড়ে কিংস ইলেভেন পাঞ্জাব।
দিল্লি দুবাইয়ে আগে ব্যাট করতে নেমে ধাওয়ানের ৫৭ বলের সেঞ্চুরিতে ৫ উইকেটে ১৬৪ রান করে। জবাবে পাঞ্জাব ১৯ ওভারে ৫ উইকেটে ১৬৭ রান করে। টানা তিন ম্যাচ জিতেছে প্রথম ৭ ম্যাচে এক জয় পাওয়া দলটি। পাঞ্জাব ১০ ম্যাচে ৪ জয়ে আট পয়েন্ট নিয়ে পাঁচে উঠে গেছে। দিল্লি সমান খেলে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে।
অন্যদের ব্যর্থতার দিনে ধাওয়ান ৬১ বলে ১২ চার ও তিন ছয়ে ১০৬ রানে অপরাজিত ছিলেন। ইতিহাস গড়ার দিনে বড় পুঁজি হয়নি তার দিল্লির। সর্বোচ্চ ২ উইকেট নেন মোহাম্মদ শামি পাঞ্জাবের পক্ষে।
লক্ষ্যে নেমে ক্রিস গেইলের ১৩ বলে ২৯ রানের ইনিংস পাঞ্জাবের জয়ের আশা দৃঢ় করে। পরে ২৮ বলে ৫৩ রান করেন পুরান। তার সঙ্গে ম্যাক্সওয়েলের ২৪ বলে ৩২ রান পাঞ্জাবের জয় সহজ করে দেয়। সর্বোচ্চ দুটি উইকেট নেন দিল্লির পক্ষে কাগিসো রাবাদা। ধাওয়ান ম্যাচসেরা হয়েছেন।