মরণব্যধি বলা হয় ক্যানসারকে। কিন্তু এমন মানুষও রয়েছেন এই ব্যধিকে পরাজিত করে আবারো সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরেছেন। বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত কিছুদিন আগে ক্যানসার আক্রান্ত হন। তবে তিনি এখন সুস্থ চিকিৎসা নিয়ে। এই অভিনেতা সম্প্রতি ক্যানসারকে পরাজিত করার ঘোষণা দিয়েছেন। সঞ্জয় ছাড়াও বলিউডের বেশ কয়েকজন তারকা এই দুরারোগ্য ব্যধিকে পরাজিত করে এখন সুস্থ আছেন। এই প্রতিবেদন তাদের নিয়েই।
অনুরাগ বসু: ‘লাইফ ইন অ্যা মেট্রো’, ‘গ্যাংস্টার’ ‘বারফি’র অনুরাগ বসু মতো জনপ্রিয় সিনেমার পরিচালক। তার ব্লাড ক্যানসার ধরা পড়ে ২০০৪ সালে। তাকে দুই মাস সময় দিয়েছিলেন চিকিৎসক। তবে তিনি ক্যানসারকে পরাজিত করেছেন চিকিৎসা ও আত্মবিশ্বাসে।
মনীষা কৈরালা: সিনেমার অভিনেত্রী মনীষা কৈরালা বলিউডের অসংখ্য জনপ্রিয়। তিনি ২০১২ সালে ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত হন। চিকিৎসা নেন নিউ ইয়র্কে এর। বেশ কয়েকবার অস্ত্রোপচার, কেমো থেরাপি নেওয়ার পর ২০১৫ সালে নিজেকে ক্যানসারমুক্ত ঘোষণা করেন মনীষা। তিনি বর্তমানে স্বাভাবিক জীবনযাপন করছেন।
সোনালী বেন্দ্রে: বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন সোনালী বেন্দ্রে ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘সারফারোশ’ সহ। এই বলিউড অভিনেত্রী ২০১৮ সালের জুলাইয়ে ক্যানসার আক্রান্ত হওয়ার কথা জানান। তার মেটামেস্টক ক্যানসার হয়েছিল। যা থেকে ফেরা প্রায় অসম্ভব ছিল এই ক্যানসার দ্বিতীয় ধাপে পৌঁছে যায়। তিনি পরবর্তী সময়ে চিকিৎসার জন্য নিউ ইয়র্ক যান। দুরারোগ্য এই ব্যধিতে আক্রান্ত হলেও মনোবল হারাননি সোনালী। ফিরে এসেছেন সবার মাঝে ক্যানসারকে পরাজিত করে।
রাকেশ রোশান: অসংখ্য জনপ্রিয় সিনেমার নির্মাতা রাকেশ রোশান ‘করন অর্জুন’, ‘কাহো না পেয়ার হ্যায়’, ‘কই মিল গ্যায়া’ সহ। ২০১৯ সালে তার স্কোয়ামাস সেল কারসিনোমা বা গলার ক্যানসার ধরা পড়ে। অস্ত্রোপচার হয় পরবর্তী সময়ে। তিনি বর্তমানে সুস্থ আছেন।