ওম প্রকাশ সাহানি ও অভিনেত্রী মিমি দত্ত টলিউড অভিনেতা। তাদের এক দশকের পরিচয়। এ জুটির বন্ধুত্ব রূপ নেয় প্রেমে একসময়। রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করেন তারা গত বছরের শেষের দিকে। ধর্মীয় রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ওম-মিমি বুধবার (৩ ফেব্রুয়ারি)। লাল বেনারসি, মুকুট, সোনার গহনায় সেজেছিলেন মিমি দত্ত। আর পাঞ্জাবি-পাগড়ি পরে বিয়ের পিঁড়িতে বসেন ওম। নন্দিনী ভৌমিক পুরোহিত তাদের বিয়ের ছিলেন। তিনি নারী পুরোহিত হিসেবে আলোচনায় রয়েছেন। আর টলিউডের একঝাঁক তারকা হাজির হয়েছিলেন তাদের শুভেচ্ছা জানাতে।
অন্যতম অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এদিন ওম-মিমির বিয়েতে। নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের সঙ্গে ছবিও তুলেন রচনা। অভিনেত্রী মানালি দে বিয়েতে উপস্থিত ছিলেন। সবসময়ের মতো শাড়ি পরে নজর কেড়েছেন সবার। তিনি ওমের সঙ্গে একটি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন।
পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়, পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়, অভিনেত্রী সন্দীপ্তা সেন, সায়ন্তনী গুহঠাকুরতা, দেবপর্ণা চক্রবর্তী, চুমকি চৌধুরী, দেবযানী চট্টোপাধ্যায়ের মতো অনেক তারকা উপস্থিত হয়ে নব দম্পতিকে আশীর্বাদ করেন। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত প্রযোজিত ‘অগ্নি’ সিনেমায় অভিনয় করেন ওম। তিনি এতে মাহিয়া মাহির সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন। এরপর চিত্রনায়িকা জলি, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মিমের সঙ্গে জুটি বেঁধে যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেন ওম।