তামিম ইকবাল মঙ্গলবার পাকিস্তান যাবেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে প্লে-অফ খেলতে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সকাল ১০টার বিমানে সংযুক্ত আরব আমিরাত হয়ে করাচিতে পা রাখবেন। বাংলাদেশের কেউ পিএসএলের পঞ্চম আসরে দল পেয়েছিলেন না। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ মার্চে ছিল। কিন্তু লিগ পর্ব শেষে পিএসএল স্থগিত হয় করোনাভাইরাস মহামারির কারণে। টুর্নামেন্টের বাকি অংশ ১৪ নভেম্বর শুরু হবে করাচি কিংস, লাহোর কালান্দার্স, মুলতান সুলতানস ও পেশাওয়ার জালমির প্লে-অফ দিয়ে।
তামিমকে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্রিস লিনের পরিবর্তে লাহোর দলে ভিড়িয়েছে। এলিমিনেটরে তামিমের দলের প্রতিপক্ষ পেশাওয়ার ১৪ নভেম্বর। ওই ম্যাচ জিতলে লাহোর পাবে ১৫ নভেম্বরের দ্বিতীয় এলিমিনেটরের টিকিট, যেখানে করাচি ও মুলতানের মধ্যকার কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দলের বিপক্ষে তারা খেলবে। এই ম্যাচে জয়ীরা নিশ্চিত করবে ১৭ নভেম্বরের ফাইনাল। অর্থাৎ প্রতি ম্যাচই তামিমদের জন্য ফাইনাল। প্রথম এলিমিনেটরেই লাহোর হেরে গেলে এক ম্যাচ খেলে দেশে ফিরতে হবে বাংলাদেশি ওপেনারকে।
মাহমুদউল্লাহরও পিএসএলে তামিমের সঙ্গী হওয়ার কথা ছিল। তাকে মুলতান দলে টেনেছিল। কিন্তু দুইবার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ায় মাহমুদউল্লাহর ঠিকানা এখন চার দেয়াল। তামিমও দুইবার করোনা পরীক্ষা করিয়েছেন। দ্বিতীয় করোনা পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে দেশসেরা ওপেনারের সোমবার সন্ধ্যায়। তামিম জোরেশোরেই প্রস্তুতি নিয়েছেন হঠাৎ করে আসা সুযোগটির সর্বোচ্চ ব্যবহার করতে। ট্রেনিং করেছেন মিরপুর শের-ই-বাংলায় মেন্টর মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে। নেটে মুস্তাফিজুর রহমান, সাইফ উদ্দিন ও তাইজুলদের খেলেছেন নিয়মিত।