রোশানের সঙ্গে তৃতীয়বারের মতো ঘর বেঁধেছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি। রোশান জানান গত নভেম্বরে, তারা আলাদা থাকছেন। এরপরই শুরু হয় গুঞ্জন। সময়ের সঙ্গে গুঞ্জনের ডালপালা বেড়েছে। হয়নি সমস্যার সমাধান। সম্প্রতি শ্রাবন্তীর ইনস্টাগ্রামের কয়েকটি পোস্ট সেই গুঞ্জন আরো উসকে দিয়েছে। শোনা যাচ্ছে সব জল্পনা উড়িয়ে, এই দম্পতির সংসার ভেঙেই যাচ্ছে! যদিও এ বিষয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন শ্রাবন্তী-রোশান।
শ্রাবন্তী-রোশান গত দুর্গাপূজার আগে থেকেই আলাদা থাকছেন। কিন্তু তাদের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়েছে কিনা তা জানা যায়নি। শুধু তাই নয়, তাদের দু’জনের যোগাযোগ রয়েছে কিনা তা-ও ছিল অজানা। তবে ভারতীয় একটি সংবাদমাধ্যমে রোশান বলেছেন, শ্রাবন্তীর সঙ্গে এখন আর যোগাযোগ নেই। ভালোবেসে ঘর বাঁধার পরও কেন ভেঙে যাচ্ছে সংসার? এ প্রশ্নের জবাবে রোশান বলেন, যা হয় ভালোর জন্যই হয়।
অভিনেত্রী শ্রাবন্তী তারকা। কতটা চ্যালেঞ্জিং ছিল একজন অভিনেত্রীর সঙ্গে সংসার করা। এমন প্রশ্নের উত্তরে রোশান বলেন, আমাদের সংসার ছিল আর পাঁচটা সংসারের মতোই। ও যে সুপারস্টার, সেটা বাড়িতে থাকলে কোনোদিন বুঝতে দেয়নি। এমনকি, আমার পরিবারের সঙ্গেও মিশে গিয়েছিল। ওর ছেলের সঙ্গেও বন্ধুত্ব হয়ে গিয়েছিল আমার। আমার এক বন্ধু ট্রাক চালায়, শ্রাবন্তী তার সঙ্গেও মিশতে পারত। তবে যা হয়, সবসময় তা ভালোর জন্যই হয়। এর বেশি কিছু বলব না। প্লিজ! তৃতীয়বারের মতো রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী ২০১৯ সালে। গত বছরের ১৯ এপ্রিল অনেকটা গোপনেই রোশান সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ভারতের চণ্ডীগড়ে পাঞ্জাবি রীতিতে।