লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধার করা হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায়। এতে পুনরায় স্বাভাবিক হয়েছে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকাল ৩টার পর থেকে। ট্রেনটির তিনটি চাকা লাইনচ্যুত হয় এর আগে সকাল সাড়ে ১১টার দিকে। এরপর উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ বলেন, ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয় ধীরাশ্রম স্টেশনে পৌঁছানোর আগেই। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
জয়দেবপুর রেলওয়ের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেনের কর্মীদের খবর দেওয়া হয় ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার পরে। ট্রেনটি লাইন থেকে সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয় তারা ঘটনাস্থলে গিয়ে। কেউ হতাহত হয়নি ট্রেন লাইনচ্যুতের ঘটনায়। এখন স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে।