ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বুধবার (১০ মার্চ) সন্ধ্যায়। ডেইলি সানের সিটি অ্যান্ড ডিপ্লোমেটিক এডিটর রেজাউল করিম লোটাস এই তথ্য নিশ্চিত করেছেন বৃহস্পতিবার (১১ মার্চ)।
রেজাউল করিম লোটাস জানান, গুরুতর শ্বাসকষ্ট শুরু হওয়ায় এনামুল হক চৌধুরীকে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয় বুধবার। তবে, করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। দায়িত্বরত চিকিৎসক বলেছেন, আরও কয়েক দিন তাকে হাসপাতলে থাকতে হবে।
উল্লেখ্য, এনামুল হক চৌধুরী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার ছিলেন ডেইলি সানে যোগ দেওয়ার আগে। ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনার। এছাড়া, রয়টার্স, বিএসএস, নিউজ টুডে ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমেও কাজ করেছেন তিনি।