একটি বাড়ি থেকে ডাকাতির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪ ঢাকার সাভারের দক্ষিণ রাজাসন এলাকার। সাভারের বক্তারপুর ও কাঠপট্টি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে শনিবার (১০ এপ্রিল)। র্যাব থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে। ঢাকা জেলার মো. মুন্না (২৭),অরুন সরকার (৫০) ও বরিশালের নাসির উদ্দীন (৫০) গ্রেপ্তার আসামিরা।
র্যাব জানায়, সাভারের দক্ষিণ রাজাসন এলাকায় ১০-১২ জনের একটি ডাকাতদল বাড়ির গেট ভেঙে ঘরে ঢুকে সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার ডাকাতি করে পালিয়ে যায় গত ৭ এপ্রিল। পরিবারটি সাভার মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করে এই ঘটনার পর। এরপর র্যাব-৪ এর একটি গোয়েন্দা দল ছায়াতদন্তে নামে। ১০ এপ্রিলে রাজাসন এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয় দীর্ঘ তদন্তের পর। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ এপ্রিল সাভারের বক্তারপুর ও কাঠপট্টি এলাকায় র্যাব বিশেষ অভিযানে নেমে স্বর্ণালঙ্কার, স্বর্ণ গলানোর মেশিন, ১টি চাকু, ১টি কষ্টিপাথর ও ১৪০ পিস ইয়াবা উদ্ধার করে।
র্যাব আরও জানায়, আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে। তারা জানায়, আসামি অরুণ সরকার স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী। ডাকাত দলের যোগসাজশ রয়েছে এছাড়া তার সঙ্গে। র্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন, ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে ছায়াতদন্ত শেষে। তাদের সাভার মডেল থানায় সোপর্দ করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে।