দুই যুবক নিহত হয়েছেন সাতক্ষীরায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ।আরও একজন এ ঘটনায় আহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে বুধবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের বিনেরপোতা এলাকায়। সাতক্ষীরার তালা উপজেলার সুজনশাহ গ্রামের তাপস মণ্ডল ও খুলনার পাইকগাছার রাড়ুলী গ্রামের মিলন দেবনাথ নিহত দু’জন । আর পাইকগাছা এলাকার বাসিন্দা আহত সুব্রত সেন।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান জানান, সুব্রত, একটি মোটরসাইকেলযোগে সাতক্ষীরা আসছিলেন মিলন ও তাপস খুলনা থেকে। তাপস ও মিলন নিহত হয় সাতক্ষীরা-খুলনা সড়কের বিনেরপোতা এলাকার আব্বাসের বাগানবাড়ি এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে।সুব্রত সেন এ সময় আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যালে কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে আহত সুব্রতকে।
তিনি জানান, সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে নিহত দু’জনের মরদেহ।