অর্থহীন ব্যান্ডের গায়ক সুমন থাইল্যান্ডের সামিতিভেজ হাসপাতালে ক্যানসারের চিকিৎসা নিয়ে আসছেন। নিয়মিত কিছু চিকৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন এই শিল্পী। জানিয়েছেন সুমন শারীরিক অবস্থা এখন ভালো। সুমন তার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে নিজের শারীরিক অবস্থা বর্ণনা করেন বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে। এতে তিনি লিখেছেন—আমার অবস্থা চলছে কোনোরকম। সারাদিন হোটেলে বসে সাইবারপাঙ্ক খেলি আর তিনদিন পর পর হাসপাতালে যাই থেরাপি নিতে। ঢাকা চলে আসবো ইনশাআল্লাহ নেক্সট মাসে।
ক্যানসারের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ফেরার পথে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছিলেন এই গায়ক তিন বছর আগে। তখন থেকে ক্যানসারের সঙ্গে যোগ হয়েছে নতুন সমস্যা। এ পর্যন্ত তার শরীরে ১৫টির বেশি অস্ত্রোপচার হয়েছে ক্যানসার ও দুর্ঘটনার জন্য। তার মেরুদণ্ডের হাড় ভাঙা। দুটি ডিস্ক বসানো হয়েছে এ কারণে। আবার অস্ত্রোপচার দরকার সুমনের মেরুদণ্ডের জন্যই। চিকিৎসার জন্য তার জার্মানি যাওয়ার কথা ছিল। এ বিষয়ে সুমন লিখেন, কয়েকটি সার্জারি করাতে হবে। স্পাইনের অবস্থা খুব একটা ভালো না। জার্মানিতে গিয়ে সার্জারি করাবো সম্ভবত ঈদের পর।
নানাজন নানারকম গুঞ্জন ছড়াচ্ছেন এদিকে ‘বেজবাবা’ সুমনের শারীরিক অবস্থা নিয়ে। তাদের দৃষ্টি আকর্ষণ করে এই গায়ক লিখেন—‘যারা বলে বেড়াচ্ছেন আমি মৃত্যুর দিন গুনছি’ তাদের কথা সিরিয়াসলি নেবেন না। একটু আগেও চেক করলাম, আমি যথেষ্ট পরিমাণে ‘জীবিত’ আছি। যাই হোক, সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।