জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত রাজধানীর বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীকে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেস্ট ধীমান চন্দ্র মন্ডলের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন শুক্রবার (১৩ আগস্ট)। রাজ ও সবুজ আলীর মাদক মামলায় দুই দিন এবং পর্নোগ্রাফি মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত গত ১০ আগস্ট।
দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয় এদিন তাদের বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায়। জামিন চেয়ে শুনানি করেন রাজের পক্ষে অ্যাডভোকেট এসএম আখতারুজ্জামান হিমেল। এই জামিনের বিরোধীতা করেন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু। আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন উভয় পক্ষের শুনানি শেষে।
বনানীতে নজরুল ইসলাম রাজের বাসা ও অফিসে অভিযান চালায় র্যাব গত ৪ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে। রাজকে তার বাসা থেকে বের করা হয় রাত সাড়ে ১০টার দিকে। মাদক জব্দ করা হয় তার বাসা থেকেও। পরদিন আদালত এ দুই আসামির মাদক মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজ ও সবুজ আলীর মাদক মামলায় আরও দুই দিন এবং পর্নোগ্রাফি মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত গত ১০ আগস্ট।