কীর্তি সুরেশ দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে এই অভিনেত্রীর ‘মিস ইন্ডিয়া’ বুধবার (৪ নভেম্বর)।
কীর্তি সুরেশ এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর বেশ আলোচনায় আসেন। এই অভিনেত্রী কারণ এটির জন্য শারীরিক গড়নের পরিবর্তন এনেছেন। তিনি চরিত্রের প্রয়োজনেই এমনটা করেছেন। কীর্তি সুরেশ বলেন, মহানতি সিনেমা মুক্তির পর বেশি করে শারীরিক কসরত শুরু করি আমি। চিকন হয়েছি মিস ইন্ডিয়ার জন্য। পরিচালক আমাকে বলেছিলেন চিকন হতে, যেন যেকোনো ধরনের পোশাক পরতে পারি।’
সিনেমা গল্প প্রসঙ্গে তিনি বলেন, একজন উচ্চাকাঙ্ক্ষী নারীকে নিয়ে এই সিনেমার গল্প, যে বিদেশে চায়ের দোকান চালু করতে চায়। কিন্তু সবাই কফিই বেশি পছন্দ করেন সেখানে। তার সামনে অনেক বাধা আসে সে একজন মধ্যবিত্ত ভারতীয় নারী হয়েও বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখে। চায়ের দোকান শুরুর পর। কীভাবে এগুলো অতিক্রম করে তা নিয়েই এই সিনেমা। এটি প্রথম সিনেমা পরিচালকের। তবে এ নিয়ে চিন্তিত নন কীর্তি। এই অভিনেত্রীর ভাষায়, ‘পরিচালক নরেন্দ্র নাথের এটি প্রথম সিনেমা। তবে এ নিয়ে আমি ভাবছি না। আমি শুধু চিত্রনাট্য বিবেচনা করি। তিনি যেভাবে আমাকে চিত্রনাট্য বর্ণনা করেছেন আমার পছন্দ হয়েছে। সবকিছু বিস্তারিতভাবে তুলে ধরতে পেরেছেন তিনি।