চাঁদের গাড়ি খাদে পড়ে ৩ শ্রমিক নিহত হয়েছেন বান্দরবানের থানচি উপজেলায়। এসময় ৫ শ্রমিক আহত হয়েছেন। উপজেলার ওয়াক চাককু পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত লাল চিন এল বম (২২) উপজেলার বাকলাই পাড়ার বাসিন্দা। জানা যায়নি অন্যদের নাম। ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, থানচির ওয়াক চাককু পাড়া এলাকায় চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ৩ শ্রমিক নিহত হন বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টার দিকে। এসময় আরও ৫ শ্রমিক আহত হয়েছেন।
উদ্ধার করা হয়েছে নিহতদের লাশ। বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে আহতদের। তাদের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।