আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে মুন্সীগঞ্জের সদর উপজেলার চরাঞ্চলের খাসকান্দি গ্রামে। এতে ১৪ জন আহত হয়েছে কয়েকজন গুলিবিদ্ধসহ। সংঘর্ষ হয় আজ শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে। তখন বিস্ফোরণ ঘটে ককটেল। বসতঘরও ভাঙচুর করা হয়। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান এ সব তথ্য নিশ্চিত করেছেন।
আনিচুর রহমান ওসি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় নাজীর হাওলাদারের সঙ্গে আলী আহম্মেদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে নাজীর হাওলাদারের লোকজনের ওপর আলী আহম্মেদের লোকজন আকস্মিক হামলা করে আজ সকালে। পরে আলী আহম্মেদের লোকজন পাল্টা হামলা করলে দুইপক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ সময় গুলি করে গুলি-পাল্টা দুইপক্ষ। এতে উভয়পক্ষের কয়েকজন গুলিবিদ্ধ হয়।
আহতরা হলেন, শাওন, আলামিন, রুবেল খান, রবিন, নয়ন, রিয়াদ খান, কাদির খান, ফারুক খান, ফেরদৌস খান, মুসা খান, ইমরান, নাহিদ ও জসিম মোল্লা। ককটেল বিস্ফোরণে গুরুতর জখম আলামিনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ওসি। আনিচুর রহমান জানান, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে সংঘর্ষের সময়। কমপক্ষে ১৫টি বাড়ি ভাঙচুর করা হয়। মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকউজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষের খবর পেয়ে। কাউকে আটক করা যায়নি পুলিশের উপস্থিত হলে সংঘর্ষকারীরা পালিয়ে যাওয়ায়।