করোনাভাইরাসে মোট মৃত্যু দুই লাখ ছাড়িয়েছে ভারতে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জনবুধবার (২৮ এপ্রিল)। যেখানে মঙ্গলবার (২৭ এপ্রিল) আক্রান্ত হয়েছিল ৩ লাখ ২৪ হাজারের বেশি। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২৯৩ জন এছাড়া করোনায় আক্রান্ত হয়েছে।প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২,৬১,১৬২ জন ভারতে করোনা থেকে সুস্থ হয়েছেন। মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৭৯,৯৭,২৬৭। মোট মৃত্য হয়েছে ২,০১,১৮৭ জনের।
এদিকে, দ্য হিন্দু পত্রিকা জানায়, টানা ৭ দিন ধরে তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে ভারতে। তার আগে ১৫ এপ্রিল থেকে দেশটিতে প্রতিদিন দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছিল। ভারতে দুই হাজারের বেশি মানুষ করোনায় মারা যায় আর টানা এক সপ্তাহ ধরে।
করোনার সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে ভারতে। তারপর রয়েছে কেরালা, কর্ণাটক, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, দিল্লি, অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গ। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট ও হরিয়ানার পরিস্থিতিও অবনতিশীল।করোনা পরিস্থিতির মারাত্মক অবনতির মুখে ভারতের বিভিন্ন রাজ্যে রাত্রিকালীন কারফিউসহ বিভিন্ন কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাশাপাশি টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।
সূত্র: অনলাইন