তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণে গণশুনানি চলছে।
রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহীদ একেএম শামসুল হক খান মেমোরিয়াল হলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ শুনানির আয়োজন করে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি)। শুনানি শুরু হয় বেলা ১১টা থেকে। বিকেল ৫টা পর্যন্ত চলবে। আজ শুনানি যদি শেষ না হয় তাহলে আগামী ১৭ ও ১৮ জানুয়ারিতেও শুনানি হবে।
শুনানিতে উপস্থিত রয়েছেন বিইআরসি চেয়ারম্যান মো. আব্দুল জলিল, সদস্য মো. মকবুল-ই-ইলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, মো. বজলুর রহমান, কামরুজ্জামান, কারিগরি মূল্যায়ন কমিটির সদস্যরা।