প্রথম টেস্টে ২২৭ রানের হারে মহেন্দ্র সিং ধোনিকে ছোঁয়া হয়নি ভারতের অধিনায়ক বিরাট কোহলির চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে। তবে তিনি দ্বিতীয় টেস্টে ৩১৭ রানের জয়ে সাবেক অধিনায়কের পাশে বসলেন।
এটি ছিল কোহলির ২১তম জয় টেস্ট অধিনায়ক হিসেবে দেশের মাটিতে। ধোনিও নিজের দেশে ২১টি জয়ে নেতৃত্ব দিয়েছিলেন ভারতকে। সমতা ফেরানো ম্যাচটি জিতে সেই রেকর্ডের ভাগীদার হলেন কোহলি চার ম্যাচের সিরিজে।
আরও দুটি ম্যাচ বাকি ইংল্যান্ড সিরিজে। তাই কোহলির সামনে সুযোগ এই সিরিজেই ধোনিকে ছাড়িয়ে যাওয়ার। কোহলি একই ম্যাচে আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন। তিনিই ষষ্ঠ অধিনায়ক, যার নেতৃত্বে বোলাররা টেস্টে এক হাজারের বেশি উইকেট পেয়েছে। আহমেদাবাদে হবে তৃতীয় টেস্ট আগামী ২৪ ফেব্রুয়ারি। ৪ মার্চ সিরিজের শেষ ম্যাচটি হবে।