‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ভারতের প্রশংসিত পরিচালক সঞ্জয়লীলা বানসালির পরবর্তী সিনেমা। সিনেমাটির শুটিং পুরোদমে চলছে। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এতে নাম ভূমিকায় অভিনয় করছেন। কিন্তু হঠাৎ শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন এ অভিনেত্রী। তারপর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বলিউড হাঙ্গামা এ খবর প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমটিকে একটি সূত্র বলেন, গত সপ্তাহে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার শুটিং শুরু করেছেন আলিয়া ভাট। কিন্তু অতিরিক্ত পরিশ্রমের কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এজন্য মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে গতকাল (১৭ জানুয়ারি)। যদিও সারাদিন বিশ্রাম নেওয়ার পর হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। খুবই পেশাদার মানুষ আলিয়া ভাট। প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার (১৮ জানুয়ারি) ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার শুটিং সেটে যোগ দেন এই অভিনেত্রী।
মুম্বাইয়ের কামতাপুর এলাকার যৌনকর্মী গাঙ্গুবাই এক সময় হয়ে উঠেছিলেন আন্ডারওয়ার্ল্ড ডন। লেখক হুসেন জাইদী রচনা করেন তাকে নিয়ে ‘মাফিয়া কুইন্স অব মুম্বাই’ নামে একটি বই। এই সিনেমা এই বইয়ের একটি অংশ নিয়ে নির্মিত হচ্ছে। এতে যৌনকর্মী গাঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। অজয় দেবগন, ইমরান হাশমি, বিজয় রাজ প্রমুখ সিনেমাটিতে অভিনয় করছেন।